বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন কাল। নির্বাচনে প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতিসহ চলচ্চিত্রের বাকি ১৭ সংগঠনের সদস্যদের বিএফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন শিল্পী সমিতির এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন।
পীরজাদা শহীদুল হারুন বলেন, ‘সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে নির্বাচনে অন্য সংঠনের সদস্যদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেবল শিল্পী সমিতির ভোটাররা ভোটের কার্ড প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন।’
নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, ‘এটা একটি ন্যক্কারজনক সিদ্ধান্ত। আগে কখনোই এমন ঘটনা ঘটেনি। এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। প্রযোজক ও পরিচালকদের সিনেমার মা-বাবা বলা হয়। অথচ আমরাই নাকি শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে প্রবেশ করতে পারব না।’
এই পরিচালক নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা এই নিষেধাজ্ঞা মানব না। আগামীকাল আমরা সবাই প্রবেশ করব। দেখি, এফডিসিতে প্রবেশে কে বাধা দেয় আমাদের।’
বিষয়টি নিয়ে সন্ধ্যায় নায়ক আলমগীরের নেতৃত্বে ১৭ সংগঠনের নেতারা বসেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের সঙ্গে। তিনি নির্বাচন কমিশনারে সঙ্গে একমত পোষণ করে প্রবেশে নিষেধাজ্ঞার পক্ষে মত দেন। তিনি বলেন, পাসধারী গণমাধ্যমকর্মী ও শিল্পী সমিতির ভোটাররা ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না। এ ব্যাপারে ওপর মহলের দিকনির্দেশনা আছে।’
এ ব্যাপারে ১৭ সংগঠনের অন্যতম সংগঠন বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সংস্থার মহাসচিব আসাদুজ্জামান মজনু বলেন, নির্বাচন কমিশন ও এফডিসির এমডি মিলে এ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা কাল সারা দিন মূল গেটের সামনের রাস্তায় অবস্থান করব। শনিবার ১৭ সংগঠন মিলে পরবর্তী ব্যবস্থা নিতে মিটিংয়ে বসব।’