কুকুরের কামড়ে আহত ১৩, হাসপাতালে নেই ভ্যাকসিন

0
194

মোয়াজ্জেম হোসেন জুয়েলঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তিন দিনে পাগলা কুকুরের কামড়ে  শিশু, নারী-পুরুষ, বৃদ্ধসহ প্রায় ১৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সুবিধা না থাকায় আক্রান্ত ব্যক্তিরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৩ জন বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হয়েছেন। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। এসব কুকুর নিধনে উপজেলা প্রশাসনের কোন উদ্যোগ না থাকায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া গ্রামের সুমন মিয়া বলেন, বুধবার সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে আমার ছেলে ফাহিম (১২) পাগলা কুকুরের বেপরোয়া কামড়ের শিকার হয়। পরে ছেলে কে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে  জলাতঙ্ক রোগ প্রতিরোধের কোনো ভ্যাকসিন নেই। বাধ্য হয়ে বেশি দামে বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে দিতে হয়েছে।

বিষয়টি নিয়ে হাসপাতালের ইপিআই মুহাম্মদ কুতুব উদ্দিন মোল্লা জানান,উপজেলা পর্যায়ে হাসপাতালে জলাতঙ্ক রোগ প্রতিরোধের কোনো ভ্যাকসিন বরাদ্দ থাকে না। ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাইরে থেকে রোগীদের কিনে আনতে হচ্ছে।
আক্রান্তদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।