গজারিয়া উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তার যোগদান

বিদায় নিলেন জিয়াউল ইসলাম চৌধুরী গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ।

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ০৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের দুইবারের সাবেক  চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখি, গুয়াগাছিয়া  ইউনিয়ন পরিষদের আবুল খায়ের মোহাম্মদ  আলী খোকন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জমান খান জিতু, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান প্রমূখ।

বিদায় ও বরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন জিয়াউল ইসলাম চৌধুরী আর দায়িত্ব বুঝে নেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ।

৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ ঢাকা জেলার সাভার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্তকৃত ছিলেন। গত ১২জানুয়ারি ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এজেডএম নুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রদায়ন করা হয়। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে গজারিয়া উপজেলার দায়িত্বভার বুঝে নিলেন তিনি।

(সংবাদটি ৭৭ বার পঠিত)

About মোহাম্মদ জসিম উদ্দিনঃ

View all posts by মোহাম্মদ জসিম উদ্দিনঃ →