গজারিয়ায় প্রধানমন্ত্রীর উপহার নান্দনিক ঘর পাচ্ছে ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

 আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার এই স্লোগানের আলোকে মুজিববর্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৫০টি ভূমিহীন গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার নান্দনিক ঘর প্রদান করা হবে

১৫০পরিবারকে একক গৃহ প্রদান করা হবে। আর এসব ঘর নির্মাণে তদারকি, সরকারি ভূমি উদ্ধার স্থান নির্ধারণে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ইমাম রাজী টুলু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম

প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছেন উপজেলা পিআইসি কমিটি। ভূমি গৃহহীনদের জন্য গৃহ নির্মাণে ২৫কোটি ৬লক্ষ ৫০হাজার টাকা বরাদ্দ পৌঁছে গেছে উপজেলা প্রশাসনের অনুকূলে

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পিআইসি কমিটির সভাপতি জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, মুজিববর্ষে আমাদের উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার মোট ১৫০টি ভূমিহীন গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে। ইতোমধ্যে আমরা ১৫০টি গৃহ নির্মাণের কাজ শুরু করে ১০০টি ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকি ঘরগুলো পর্যায়ক্রমে নির্মাণ করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে প্রদান করা হবে

(সংবাদটি ৭২৫ বার পঠিত)

About মোহাম্মদ জসিম উদ্দিনঃ

View all posts by মোহাম্মদ জসিম উদ্দিনঃ →