বাউসিয়ার সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন “বন্ধু সংঘ ১৯৯৮” এর আহবায়ক কমিটি গঠন

বন্ধু সংঘ ১৯৯৮

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ সালের ছাত্ররা আজ বিকেল সাড়ে চারটায় বাউসিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পূর্ণমিলনি অনুষ্ঠানের আয়োজন করেছে । ১৯৯৮সালের এসএসসি পাস করা ছাত্ররা মিলে বন্ধু সংঘ-১৯৯৮ নামে একটি সংগঠন করেছেন। বন্ধু সংঘ-১৯৯৮ এর আহবায়ক হিসেবে নির্বাচিত করেছেন বাউসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধানকে।  সংগঠনটি  আদর্শ হলো সমাজের উন্নয়ন করা।

(সংবাদটি ৬৭৯ বার পঠিত)

About গজারিয়া নিউজ

View all posts by গজারিয়া নিউজ →