গজারিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে কুইজ শো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ মুন্সীগঞ্জের গজারিয়ার উপজেলার চরবাউসিয়া ফরাজীকান্দি শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ফরাজিকান্দি যুব সমাজের উদ্যোগে মহান বিজয় দিবস ২০১৬ উপলক্ষে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়,শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়,বসুরচর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় ও বালুয়াকান্দি ডাঃ আব্দুল গফফার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ শো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার বিকেলে প্রথম অধিবেশনে শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে পাঁচতলা ভবনের ওয়ার্ক অর্ডার হয়েছে বলে জানান সাবেক পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী হাফিজ আহমদে।আজ শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মহাবিদ্যালয়ের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ।সাবেক পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী হাফিজ আহমদের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফরিদা ইয়াসমিন, বাউসিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, মোঃ শহীদুল ইসলাম প্রধান, মোঃ মমিনুল ইসলাম প্রধান, মেম্বার আল-মানুন প্রধান,ডাঃ এম এ হালিম, সাবেক গজারিয়া কলিম উল্লাহ ডিগ্রী কলেজের প্রভাষক, আম্বিয়া খাতুন আইডিয়াল একাডেমির প্রধান ও গজারিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী হাফিজ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাউশিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো: মিজানুর রহমান প্রধান,শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছোট ভাই মোঃ আমিরুল ইসলাম, বালুয়াকান্দি আব্দুল গফফার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ বশির উল্লাহ, ,আল্-মামুন মেম্বার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,ডা: এম.এ হালিম ও মোঃ কামরুল ইসলাম।

 

(সংবাদটি ৬৯৬ বার পঠিত)

About গজারিয়া নিউজ

View all posts by গজারিয়া নিউজ →